
নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাটকা ধরার অপরাধে।বরগুনার তালতলীতে, তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(০৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মজিবর গাজি(৩২), মো.সোলাইমান(২৫) ও মো.ছিদাম(৫০)। আটকৃত সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এর ধারাবাহিকতায় উপজেলার পায়রা নদীতে ভোররাত থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় জাটকা শিকার রত অবস্থায় পায়রা নদী থেকে তিন জন জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে ৩৯ টি নিষিদ্ধ প্রায় দুই লাখ মিটার বেহুন্দি জাল, কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এইসব জালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান মৎস্য বিভাগ। পরে জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা মেরিন ফিসারীজ অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালীউল্লাহ শুভ বলেন,জাটকা ইলিশ রক্ষায় ুমৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ ভাবে ভোর রাত থেকে নদীতে অভিযানে পরিচালনা করি। এসময় জাটকা ধরা অবস্থায় তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, জাটকা ধরার অপরাধে মৎস্য আইনের ৫ ধারায় তিন জেলেকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।
মন্তব্য করুন