গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানের ভেতর থেকে ৩৯৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যা ব। এ সময় গাড়ীচালক রতন মিয়া (৩০) আমিনুল ইসলাম (৪২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) র্যা ব-১৩, গাইবান্ধা ক্যম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার রতন মিয়া রংপুরের কোতয়ালীর ডেওডোবা নেকারপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে ও আমিনুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার কমলা পুকুরী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) র্যা ব-১৩, গাইবান্ধা ক্যম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদে পলাশবাড়ীর মাঠেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে গাড়ীটিও জব্দ করা হয়।

র্যা ব-১৩, গাইবান্ধা ক্যম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদেরকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।