
নেত্রকোনার দুর্গাপুরে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর আয়োজনে নিরাপদ প্রকল্প (এগ্রিকালচার ও লাইভলিহুড) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা বারোটায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অভিশাতা নির্বাহী অফিসার এম রকিবুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য মাঝে অবস্থিত ছিলেন পারি ডেভলপমেন্ট ট্রাস্ট নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিও, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভিন আক্তার, ওয়ার্ল্ড রিনিউ ডিজাস্টার রেসপন্স এন্ড ফুড সিকিউরিটি ম্যানেজার জর্জ মিঠু গমেজ, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, নালিতাবাড়ী পারি নিরাপদ প্রজেক্ট (এগ্রিকালচার এন্ড লাইভলিহুড) প্রজেক্ট ম্যানেজার কমল পাল, পারি নিরাপদ প্রজেক্ট (এগ্রিকালচার এন্ড লাইভলিহুড) প্রজেক্ট ম্যানেজার প্রিন্স কোড়াইয়া সহ প্রমুখ।
সভায় দুর্গাপুর অঞ্চলে পারির প্রকল্পের নানা দিক তুলে ধরা হয়। লক্ষিত জনগোষ্ঠীর পরিবার সমূহের খাদ্য নিরাপত্তার ব্যবস্থা উন্নয়ন করা ও কৃষি ও গবাদি পশু পালনে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করবে সংস্থাটি। এ প্রকল্পে কেরাডিয়ান ফুড গ্রেইনসব্যাংক সিএফজিবি ও ওয়াল্ড রিনিউ ইউএসএ ও কানাডার অর্থায়নে নেত্রকোনার জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ও গাওকান্দিয়ার ৫৮টি গ্রামে এ প্রকল্প বাস্তবায়ন হবে। তিন বছর মেয়াদী এই প্রকল্পে বাস্তবায়নে খরচ হবে ১ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৯৩৯ টাকা। এ প্রকল্পের আওতায় পরোক্ষভাবে পরোক্ষভাবে ৭ হাজার ২৪ জন উপকারভোগী।
মন্তব্য করুন