
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রিয়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারীর সার্বিক সহযোগিতায় ১১ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় শিক্ষারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ব্যাপক জমকালো আয়োজনের মাধ্য দিয়ে, তিন দিনব্যাপী আয়োজনের শেষদিনে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে ৯ ফেব্রুয়ারী শুক্রবার উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। উদ্বোধনের পর থেকে টানা তিন দিন ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাধ্যদিয়ে আজ তৃতীয় দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ৩নং পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সেলিম মিয়া সঞ্চালনায়,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মো : আশরাফুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাধমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেন, শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের সভাপতি বি এম রাজিব আহমেদ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মন্তব্য করুন