মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাল বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, দৃশ্যমান স্হানে মুল্য তালিকা প্রদর্শন না করা, চাল ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষন না করা, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মণ্ডল।

শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।