অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ সাপোর্ট গ্র্যান্টের অনুদানে মৌলভীবাজারের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার শ্রীমঙ্গল উপজেলার বিষামনি উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের জন্য জন্য হেলথ এন্ড হাইজিন কর্নার স্থাপন করেছেন। এছাড়াও হেলথ এন্ড হাইজিন কর্নারে একটি বেড, একটি কাপবোর্ড, আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ওয়াশরুম এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ দিয়ে সজ্জিত করে দেওয়া হয়। এর ফলে উক্ত বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি হবে। কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এবং প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবার প্রাপ্তি ও অধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোই এ কর্নার স্থাপনের মূল লক্ষ্য।

আজ সোমবার দুপরে বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ৭ম থেকে ১০ম শ্রেনির ছাত্রীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে ধারণা দেয়া হয়। মৌলভীবাজারের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার ছাত্রীদের উদ্দ্যেশে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এ সময় শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুপুর রানী দেব উপস্থিত ছিলেন।