
কলাপাড়ায় মাধ্যমিক পর্যায়ের ডিসেমিনিশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় ৭ দিনব্যাপী ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিক্তিক শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার শেষ বিকেলে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণের সমাপনী বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, কোর্স কো-অর্ডিনেটর ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহিম।
এসময় আরো উপস্থিত ছিলেন ১০টি বিষয়ে দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা মাষ্টার ট্রেনারগণ এবং উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকগন। এর আগে দুপুরের দিকে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ১০টি বিষয়ের প্রশিক্ষক এবং প্রশিক্ষনারদের সাথে কুশল বিনিময় করেন। কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান জানান, কলাপাড়া উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫২ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিয়েছে।
এছাড়া উপজেলা পর্যায়ের ৩৪ জন মাষ্টার ট্রেনারগণ এই প্রশিক্ষণ পরিচালনা করছেন বলে জানিয়েছেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানায়, শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে দক্ষ জনশক্তির রূপে গড়ে তোলা এই কারিকুলামের উদ্দেশ্য। শিক্ষকগণ প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান প্রয়োগ করে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, পূর্বের শিক্ষা ব্যবস্থা বড় লোকের সন্তানদের জন্য সহায়ক ছিল। গরিব শ্রেণীর শিক্ষার্থীরা অনেক সুযোগ থেকে বঞ্চিত ছিল। বর্তমান শিক্ষাক্রমে সকল শ্রেণীর শিক্ষার্থীদের সমান সুযোগ রয়েছে। শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিক হতে অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব (নিয়োগ ও এমপিও) মো. তৌহিদুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান।
মন্তব্য করুন