
কলাপাড়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমার (৪৩) উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ভাইস চেয়ারম্যানের সহকারী রায়হান (২৫) আহত হয়। শনিবার সন্ধ্যার পর পৌর শহরের গার্লস স্কুল সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার বড় ভাই স্বতন্ত্র এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন পটুয়াখালী-৪, কলাপাড়া আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আহত কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা জানান, নীলগঞ্জ থেকে সড়কের কাজ দেখে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাস ভবনের উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। এসময় গার্লস স্কুল সড়কে পৌছলে চলন্ত গাড়ীর উপর নতুন বাজার এলাকার স্বাধীন নামের এক যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। ওই যুবক ও তার পবিারের সঙ্গে আগে কোন বিরোধ না থাকায় তার ভাই স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারনেই এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি তার।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী অহম্মেদ বলেন, হামলাকারী ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে জানান তিনি।
মন্তব্য করুন