
‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নানা কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শুক্রবার ( ১ ডিসেম্বর) মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
সকাল ১১ টায় হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারো হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক।
এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স, এইচআইভি কর্মসুচির কর্মীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্হিত ছিলেন।
মন্তব্য করুন