
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর- ৬ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ফিরোজ সুলতান আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রথমে আওয়ামীলীগের প্রার্থী শিবলী সাদিক উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতাকর্মীদের সাথে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী এম এম আশিক রেজার কাছে মনোয়ন পত্র দাখিল করেন।
এর পরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেখানে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ দিকে একই দিনে ঘোড়াঘাট উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কাছে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন ডা.আজিজুল হক চৈৗধুরি।
মন্তব্য করুন