দিনাজপুর ৬ আসনে আওয়ামী লীগের (নৌকা) মনোনয়ন পাওয়ায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকার মাঝি শিবলী সাদিক কে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন নবাবগঞ্জ , বিরামপুর, হাকিমপুর ঘোড়াঘাট ৪ উপজেলা আওয়ামী লীগকের নেতা কর্মীরা সহ সর্বস্থরের জনসাধারণ।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে দিনাজপুর ৬ আসনের নৌকার মাঝি তাঁর নিজ এলাকায় ঘোড়াঘাটের জিরো পয়েন্টে পৌঁছলে তাকে বরণ করতে নিজ আসনের হাজার হাজার মোটরসাইকেল, ট্রাক মাইক্রোবাস সহ হাজার হাজার নৌকা প্রেমী মানুষ একত্রিত হয়। এ সময় একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি চার উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ, এবং বিভিন্ন পয়েন্টে পথসভা করে নবাবগঞ্জ উপজেলার ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে ৭১ চত্ত্বরে নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে বরণ করেন নৌকার মাঝিকে।