বিএনপির চলমান কর্মসূচির ঘোষিত পঞ্চম দফা অবরোধের প্রথম দিন বুধবার (১৫ নভেম্বর) সকাল সারে সাতটায় শ্রীপুর পৌরসভার ১ নং সিএন্ডবি ও মাস্টার বাড়ি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু করে এ সময় আওয়ামীলীগ ও বিএনপির নেতা কর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানান বিএনপির নেতা ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি বলেন ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনা স্থলে চলে আসলে বিএনপির মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপি’র কেন্দ্র ঘোষিত লাগাতর দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরে বিএনপির শান্তি প্রিয় বিক্ষোভ মিছিলে আওয়ামীলীগের নেতাকর্মীদের ধাওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
তিনি সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশ সুচিকিৎসা, গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতার কৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা শরীফ মোহাম্মদ সিদ্দিকী, জেলা যুবদলের নেতা আনোয়ার হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিবুল আলম বেপারী, পৌর যুবদলের নেতা আবু তাহের প্রধান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুল ইসলাম নয়ন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।