
শ্রীমঙ্গলে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট বিতরন করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়। এর আগে পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
শিক্ষক নেতা জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন তারকা মৎজীবি সমিতির সভাপতি মো. পিয়ার আলী, সবুজ ছায়া সমবায় সমিতির সালেহা বেগম, বড়ছড়া সমবায় সমিতির সবুজ আলম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মো. আশিকুর রহমান প্রমুখ।
পরে উপজেলার ১০ টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য করুন