রাজধানীর সচিবালয়ের পাশের বিদ্যুৎ ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুন লেগেছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গাড়িচালক শফিকুল ইসলাম বলেন, আগুন কিছুটা ছড়িয়ে পড়েছে। নেভানোর চেষ্টা চলছে।

বিদ্যুৎ ভবনের সিকিউরিটি সুপারভাইজর সোহরাব হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বেজমেন্টে আগুন লেগেছে। কীভাবে লেগেছে বলতে পারছি না।