
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় জুনায়েদ নামে ৩ বছরের শিশু মৃত্যু হয়েছে। সোমবার (১মে) দুপুরে লতাচাপলী ইউপির পৌরঘোজা এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েদ ওই এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমান আইসক্রীম বিক্রেতার কাছ থেকে আইসক্রীম কিনে নিয়ে ফেরার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শিশু জুনায়েদের মৃত্যুর সঠিক কারণ জানার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন