
বরগুনার বেতাগীতে পূর্ব শত্রুতার জেরে এক শিক্ষার্থী ছুরির আঘাতে খুন হয়েছে। জানা গেছে, উপজেলার মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ বড় মোকামিয়া গ্রামের শহিদুল ইসলামের সাথে প্রতিবেশী মো: মনসুর আলী বেপারীর হাতাহাতির তু”ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। রোববার (৩০ মে) সন্ধা সাড়ে সাতটার দিকে এ ঘটনায় মোকামিয়া লঞ্চঘাট বাজার এলাকায় মনসুর আলী বেপারীর সাথে বেতাগী সরকারি কলেজের ¯œাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও একই এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে সালাউদ্দিনের সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায় মনসুর আলী বেপারীর সাথে থাকা রক্ষিত ছুরি দিয়ে সালাউদ্দিন (২০) কে পেটে আঘাত করলে সে গুরুতর জখম হয়। বেতাগী উপজেলা স্বা¯’্য কমপ্লে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. রওনক জানাহান তাকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি। তবে অপরাধীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন