শ্রীমঙ্গলে আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে শ্রীমঙ্গল কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।

এতে মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. মামুনুর রশীদ, সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. আবু সাঈদ, সায়েন্টিফিক অফিসার মো. শাহীন আলম ও শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন।

প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন কৃষক অংশগ্রহন করেন।