
গাইবান্ধার সাঘাটায় নবনির্মিত পাকুরতলা সেতু ও ২টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এলজিইডির (নইন ব্রীজ) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর ১০ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে কামালের ইউনিয়নের ফলিয়া বাজার পাঁচপুর সড়কে আলাই নদীর ওপর নির্মিত ৫ শত মিঃ-১৮৫ মিঃ পিসি গার্ডার পাকুরতলা ব্রীজটি উদ্বোধন করা করা হয়।
গতকাল শুক্রবার স্হানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি, এর উদ্বোধন করেন। পরে সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এর কামালের পাড়া পরিষদ হতে ফলিয়া বাজার পর্যন্ত ২ হাজার ৮৮০ মিঃ ও উত্তর সাথালিয়ার ৭৮০ মিঃ আব্দুল হামিদ সড়ক এর উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী,স্থানীয় সরকার প্রকৌশল গাইবান্ধা জেলা নির্বাহী কর্মকর্তা ছাবিউল ইসলাম, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: সামশীল আরেফিন টিটু, সহ-সভাপতি হায়দার আলী, উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায়, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন