গৌরনদী বৃষ্টি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে টিনের চালে বৃষ্টির শব্দ সবার মনে অন্যরকম দোলা দিয়ে যায়, আমরা প্রায় সবাই বৃষ্টি ভালোবাসি, বিশেষ করে বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। বৃষ্টির সময় যদি প্রিয় মানুষটি পাশে থাকে তাহলে সবারই মনটা খুশীতে ভরে উঠে, আর কখন যেনো মন থেকে কবির কাব্যে লেখা লাইন গুলো উচ্চারিত হয় গুন গুন করে
“ শহর জুড়ে বৃষ্টি নামুক, তুমি খুঁজে নিও ঠাঁই, প্রতিটা বৃষ্টিকণায় লেখা থাকুক, জীবনের শেষ অবধি আমি তোমাকে চাই। অনেকে বলে থাকেন বৃষ্টির শব্দ নাকি পৃথিবীর অন্যতম এক ভালো লাগা শব্দ। যেটা বৃষ্টি নামা ছাড়া আর অন্য কিছুতে শোনা যায় না। এরকম অনেক কাব্য আর কবিতায় যেনো ভরে ওঠে মন, জদি হয় সেটা আষার বা শ্রাবন। ঠিক তেমনটি না হয়ে আশ্বীনের মাঝেই যেনো আষারের স্বাদ আচ্ছাধিত হয়ে ঝরছে চাষির ক্ষেতে, প্লাবিত হচ্ছে পথ ঘাট, বৃস্টিতে ডুবে টৈ টুম্বুর পাড়ার খেলার মাঠটিও। বেস কয়েকদিনের বৃস্টিতে জনজীবনে স্থ্যবিরতা বিরাজ করছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা। এমনটাই জানালেন বরিশালের গৌরনদী উপজেলার ভুক্ত ভোগি কয়েকজন।