
গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামে বুধবার দুপুরে জমি সংক্রান্ত গ্রাম্য শালিসে বৈঠকে প্রতিপক্ষের হামলায় ফাহিতা নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এই ওই শিশুর বাবা—মাও আহত হয়েছে। নিহত শিশু ফাতিহা (২) শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। হামলায় লিয়াকত আলীর ছেলে শিশুর বাবা আ: সাত্তার (৪০) ও শিশু মা মোছা: কুলছুম (২৪) আহত হয়েছেন।
নিহত শিশুর দাদা লিয়াকত আলী জানান, দশ বছর যাবৎ তাঁর চাচাতো ভাই লাল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলছিল। আদালতে মামলা চলমান অবস্থায় চাচাতো ভাইয়েরা জোরপূর্বক গ্রাম্য শালিসের আয়োজন করে। শালিসে কথা—কাটাকাটি এক পর্যায়ে লাল মিয়ারা আমাদের উপর হামলা করে।
হামলায় আমার ছেলে আব্দুস সাত্তার, তার স্ত্রী মোছা: কুলসুম ও দুই বছরের শিশু নাতনি ফাতিহা গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল পৌনে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফাতিহা মারা যায়।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের সদস্য মো. মমিনুল কাদের বলেন, দুই পক্ষের লোকজন নিয়ে সালিশে কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে লাল মিয়ার পরিবার লিয়াকত আলীর পরিবারের উপরে হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যু হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার বলেন, দুপুর দেড় টার দিকে আব্দুস সাত্তার কুলসুম ও ফাতিহা আক্তার নামে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতিহা মারা যায় এবং গুরুতর আহত দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন