মহিপুরে ৫০০ কেজি ওজনের দুটি শাপলা পাতা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর কোস্টগার্ড বিসিজি স্টেশন কর্তৃক এ মাছ দুটি জব্দ করা হয়।
পরে জব্দকৃত অবৈধ শাপলাপাতা মাছ দুটিকে বন বিভাগের সাথে সমন্বয় করে বন বিভাগের প্রতিনিধি মো. ফরিদ উদ্দিনের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মহিপুর বাজার হতে যাত্রীবাহী বাস সুগন্ধা পরিবহনযোগে বাজারজাত করার লক্ষ্যে অবৈধ শাপলাপাতা মাছ ঢাকা নিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম পিওর নেতৃত্বে ৫ সদস্যের একটি সেকশন হাজীপুর ব্রীজ টোলে বাসটিতে তল্লাশী করে মাছ দুটিকে জব্দ করা হয়। যার ওজন আনুমানিক ৫০০ কেজি।
নিজামপুর কোষ্টগার্ড স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল বলেন, শাপলাপাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ন বেআইনি এবং অবৈধ। যে সকল অসাধু জেলেরা এসব মাছ ধরে তাদেরকে খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।