মৌলভীবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনের পাহাড়ি এলাকায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ৪ ঘন্টা ধরে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, আজ মঙ্গলবার বিকেল ৪টা ৮ মিনিটে আখাউড়া থেকে আসা সিলেটগামী মালবাহী ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। এর কিছুক্ষন পর আনুমানিক সোয়া ৪টার দিকে লাউয়াছড়া বনের অভ্যন্তরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ের সিনিয়র উপ- সহকারি প্রকৌশলী (পথ) মো. ফিরোজ গুলজার জানান, রেলওয়ের ২৯৪/৪-৫ কিলোমিটারে এসে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়।

স্টেশন মাস্টার আরো জানান, ইতোমধ্যে কুলাউড়া জংশন স্টেশন থেকে ট্রেনটি উদ্ধারের জন্য একটি ইঞ্জিন রওয়ানা হয়ে এসেছে।

এদিকে এ ঘটনায় সিলেটগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে আছে।

আজ রাত ৮ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।