
শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষন শুরু হয়েছে।
আজ সোমবার সকালে শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দু’দিনব্যাপি এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন সোনালিসা সুইটি, মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. শাহীনুজ্জামান, শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রকেন্দ্র শর্মা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাসুকুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত: দু’দিনব্যাপি এই প্রশিক্ষণে উপজেলার ৯ ইউনিয়নের ৩০ জন কৃষান-কৃষানী অংশগ্রহন করছেন।
মন্তব্য করুন