হাসিনাকে নিয়ে আব্বার ভবিষ্যদ্বাণীর প্রতি..

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ । ২০:৫৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ । ২০:৫৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাইরাল ভিডিও প্রসঙ্গে তাঁর ছেলে হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘ওই কোর্ট রুমে বসে আমার বাবা বলেছিল। কিন্তু এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে ছিল।’

তিনি বলেন, ‘আমার আব্বার জন্য এটা ভবিষ্যাতবাণী ছিল। কিন্তু বাস্তবে বাংলাদেশের প্রতিটি মানুষের একটা বিশ্বাস ছিল।

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য এ প্রার্থী দেশের একটি গণমাধ্যমকে এসব কথা বলেন।

ভাইরাল ভিডিওতে আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বলতে শোনা যায়, ‘আমি চাই এই ট্রাইব্যুনাল দীর্ঘদিন থাকুক। সেই সঙ্গে আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে।’

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আমার বাবা এটা বলেছিল ওই কোর্ট রুমে বসে।

কিন্তু এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে চলছিল। গত ১৭ বছর ধরে আমরা জানতাম যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে। আজকে এই দিনটা আমরা দেখতে পেয়েছি। এটার জন্য তো পুরো বাংলাদেশ মনে হয় বেশকিছু দিন ধরে প্রিপারেশন ছিল।

এখানে তো কোনো লুকোচুরির কিছু ছিল না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার অপকর্ম এবং তিনি যে হত্যাযজ্ঞ চালিয়েছেন সেটা সবার চোখের সামনে হয়েছে। আমি মনে করি, আমার আব্বার জন্য এটা ভবিষ্যৎ বাণী ছিল। কিন্তু বাস্তবে বাংলাদেশের প্রতিটি মানুষের একটা বিশ্বাস ছিল। এই ধরনের ক্রিমিনাল এক্টিভিটিজির জন্য একদিন না একদিন শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাঠিতে হবে।

এর আগে আজ সোমবার দুপুরে তিনটি অপরাধের পৃথক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি আরো দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!