মামলায় রায়ে দেশবাসীর ইচ্ছার প্রতিফলন..
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ । ২০:৩৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ । ২০:৩৬
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিচারের মধ্য দিয়ে যে রায় ঘোষণা হবে তা আমরা দেখতে চাই। রায়টি হত্যাকারীরা কীভাবে নেয় আর দেশের মানুষ কীভাবে নেয়। আমরা জানি দেশবাসীর ইচ্ছার প্রতিফলন আজকে ঘটবে।
সোমবার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আজকের দিনটা খুনি, গণহত্যাকারী, লুটপাটকারীর মামলার রায়ের দিন। বাংলাদেশ এত স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখিনি। বিচ্ছিন্ন ঘটনা যদি কোনো জায়গায় ঘটে থাকে, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি। টাঙ্গাইল এসে সভা করেছি, পুষ্পার্ঘ্য দিয়েছি, কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। এতে প্রমাণ হয়, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রের স্বপক্ষে, স্বাধীনতার স্বপক্ষে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
এর আগে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতারা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.