দুমকিতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও..

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ । ১৬:১৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ । ১৬:১৫

মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

করলে সঞ্চয় ২০০টাকা, সরকার দিবে ৪০০টা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলার দুমকিতে আজ কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণ সামগ্রী এবং চেক বিতরণ করা হয়েছে। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২য় পর্যায়ের (ইরেসপো) আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ও দুপুর ২টায় বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে।

বিআরডিবি উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কিশোরীদের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির মাধ্যমে স্বাবলম্বী করা। এর পাশাপাশি, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা বন্ধের ব্যাপারে কিশোরীদের সচেতন করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

এই প্রকল্পের আওতায় একজন কিশোরী শিক্ষার্থী মাসিক ২০০ টাকা হারে বছরে ২,৪০০ টাকা জমা করলে, সরকার প্রণোদনা হিসেবে তাকে আরও ৪,৮০০ টাকা প্রদান করে। অর্থাৎ, কিশোরীরা সঞ্চিত টাকার দ্বিগুণ অর্থ সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে লাভ করে। দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন এবং বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন কিশোরী শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধাভোগী।

বাঁশবুনিয়া বেগম মেহেরুন্নেসা মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার নুসরাত নওশীন সুবর্না, এবং প্রেসক্লাব দুমকি’র সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠান শেষে কিশোরী শিক্ষার্থীদের মধ্যে তাদের জমাকৃত টাকাসহ প্রণোদনার চেক এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!