১৮ কেজি ওজনের বিশাল পাঙ্গাস..
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ । ১৩:৩০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ । ১৩:৩০
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকি উপজেলা সংলগ্ন পায়রা নদীতে এক জেলের জালে ১৮ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ ধরা পড়েছে। পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন নদীতে মাছটি ধরা পড়ে। যেভাবে ধরা পড়লো বিশাল মাছটি
জানা যায়, স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার ইলিশ ধরার জালে বুধবার সকালে ১৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাস খুব কমই দেখা যায়।
বিশাল আকারের এই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা। পরে পাঙ্গাসিয়া আল মদিনা সুপার মার্কেটের স্থানে মাছটি বিক্রির জন্য আনা হয়। স্থানীয় ক্রেতারা মাছটি ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫,৩০০ টাকায় কিনে নেন। কেনার পর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।
মাছ ধরা পড়ার পর জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের মৌসুমের প্রথম দিকে প্রায়ই পাঙ্গাস পেয়ে থাকি আমরা জেলেরা। তবে বরাবর ছোট মাছ পেলেও, এবার এত বড় পাঙ্গাস পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.