“মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন”এর আয়োজনে দরিদ্রদের..
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ । ২২:৪৯ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ । ২২:৪৯
মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জের “মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন” উদ্যোগে উপজেলায় প্রতিটি ওয়ার্ডে দরিদ্র বিধবা পরিবারের আয় বাড়াতে পঞ্চাশটি অসহায় ও দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে উপজেলার ৬ টি ইউনিয়নের বিধবা দরিদ্র পরিবারের মাঝে ৫০ টি প্রজনন ক্ষমতা সম্পন্ন ছাগল বিতরণ করেন।
মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মোঃ নাসির উদ্দীন জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট নাজমুল আহসান।
বক্তারা বলেন,মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন ২০১২ প্রতিষ্ঠার পর থেকে নানা সামাজিক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবার রয়েছে। তাদেরকে স্বাবলম্বী করতে খুব শীঘ্রই উন্নত প্রজাতির চীনা হাঁসের বাচ্চা বিতরণ করা হবে এবং মির্জাগঞ্জ উপজেলাকে দারিদ্র্য মুক্ত করার প্রত্যায় ব্যাক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবৃন্দ।
উল্লেখ্য, গত একযুগ ধরে উপজেলাকে দরিদ্র মুক্ত করতে কাজ করে যাচ্ছে। দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে নিয়মিতভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। যেমন ক্ষুদ্র ব্যাবসায়ী তৈরি, বিনামূল্যে অটোরিকশা প্রদান, সেলাই মেশিন বিতরণ এবং কৃষি খামারের মাধ্যমে স্বাবলম্বী করতে ছাগল পালনের মাধ্যমে অত্যান্ত লাভজনক একটি প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করছি। মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের এহেন উদ্যোগে এলাকার সাধারন মানুষ ভুয়সী প্রশংসা করেন এবং এমন উদ্যোগ আরও গ্রহন করার অনুরোধ করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.