পিএসএস’র উদ্যোগে দুমকিতে গ্রাহকদের শীতকালীন..
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ । ১৭:০৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ । ১৭:০৫
মোঃ জসিম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে কর্মরত পল্লী সেবা সংঘ (পিএসএস) এর উদ্যোগে তাদের মহিলা গ্রাহকদের জন্য শীতকালীন শাকসবজি চাষের ওপর তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। পিএসএস-এর ‘গ্রাহক সেবা পক্ষ উদযাপন’ উপলক্ষ্যে এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে উন্নত মানের সবজি বীজ বিতরণ করা হয়। সোমবার (১০ নভেম্বর) দুপুরে পল্লী সেবা সংঘের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী সভা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ কর্মসূচিতে দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক সুবিধাভোগী মহিলা সদস্য অংশগ্রহণ করেন।
পিএসএস-এর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন: দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন। সমাজসেবা অফিসার মু. অলিউল ইসলাম। দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেন। প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সহিদ সরদার, পিএসএস-এর পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার (যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন), কোষাধ্যক্ষ অলিউর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা তরুণ হাওলাদার ও কুলসুম আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক তাঁর বক্তব্যে পিএসএস-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন, এই ধরনের প্রশিক্ষণ স্থানীয় অর্থনীতিতে মহিলাদের অবদান বাড়াতে এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ গ্রহণকারী সুবিধাভোগী সদস্যদের মধ্যে মোসা. রিনা বেগম, সাথী আক্তার ও কুলসুম বেগম বক্তব্য রাখেন। তারা এই ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ পাওয়ায় পিএসএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় দুই শতাধিক সদস্যের মাঝে বিনামূল্যে লাল শাক, পুঁই শাক, বরবটি, কলমি ও মুলার বীজ বিতরণ করা হয়। এই বীজ বিতরণের মাধ্যমে পিএসএস শীতকালীন সবজি উৎপাদনে গ্রাহকদের সরাসরি সহযোগিতা করলো।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.