দেশ ছাড়িয়ে লন্ডনের বাজারে জুড়ীর..
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫ । ১৮:২১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ । ১৮:২১
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
মৌলভীবাজার জেলার সীমান্তঘেঁষা পাহাড়ি উপজেলা জুড়ীতে উৎপাদিত আদা-লেবু (আদালেবু) এখন পাড়ি দিচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। এখানকার পাহাড়ি টিলার উর্বর মাটিতে উৎপাদিত সুগন্ধি ও স্বাদে ভরপুর এই লেবুর প্রধান বাজার সিলেট হলেও এখন তা পৌঁছে যাচ্ছে লন্ডনেও।
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান জানান, উপজেলায় বর্তমানে প্রায় ২৫০ হেক্টর জমিতে আদালেবুর চাষ হচ্ছে। পাহাড়ি এলাকার অনুকূল আবহাওয়া ও রোগ-বালাইমুক্ত পরিবেশে এ লেবু সারা বছর ফলন দেয়। তিনি বলেন, “লেবু জাতীয় ফসলের মধ্যে আদা-লেবুই সবচেয়ে লাভজনক। এতে রোগবালাই নেই বললেই চলে, ফলে কৃষকরা ভালো মুনাফা পাচ্ছেন।”
জুড়ীর হায়াপাড়া গ্রামের কৃষি উদ্যোক্তা জামাল উদ্দিন এই মৌসুমে নিজস্ব বাগানের আদালেবু বিক্রি করে প্রায় আড়াই লাখ টাকা আয় করেছেন। তিনি জানান, “আমার বাগানে প্রায় ৫০০টি লেবু গাছ আছে, যা উঁচু-নিচু টিলাজুড়ে ছড়িয়ে রয়েছে। সারা বছরই কমবেশি ফলন পাই। বর্তমানে অফ-সিজন চলছে, তাই লেবুর দামও ভালো। এখন প্রতি পিস লেবু বিক্রি হচ্ছে ১৬-১৭ টাকায়। স্থানীয় হিসেবে ৮০টি লেবুতে এক পন, যা বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ১,৭০০ টাকায়।”
তিনি আরও বলেন, “ এখানকার উৎপাদিত লেবু সিলেটে পাঠানো হয়, সেখান থেকে বড় ব্যবসায়ীরা তা লন্ডনেও রপ্তানি করেন। বিদেশে জুড়ীর আদালেবুর ভালো চাহিদা আছে।”
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনি সিংহ বলেন, “জুড়ীর আদা-লেবুর চাহিদা সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি। অফ-সিজনে দাম আরও বেড়ে যায়। কৃষকরা অন্য ফসলের চেয়ে এই লেবুতে বেশি লাভবান হচ্ছেন। দেশের বাইরেও, বিশেষ করে লন্ডনে, এর বাজার তৈরি হয়েছে।”
জুড়ীর বিখ্যাত আদা-লেবু তার তীব্র সুগন্ধ, মিষ্টি স্বাদ ও রসাল গুণে অনন্য। পাহাড়ি মাটিতে উৎপাদিত হওয়ায় এর মান দেশের অন্য এলাকার লেবুর তুলনায় অনেক ভালো বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এই অঞ্চলের কৃষকদের আশা—সরকারি সহায়তা ও সঠিক বিপণন ব্যবস্থাপনা পেলে ‘জুড়ীর আদালেবু’ শিগগিরই বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.