রাজধানীর সবজির বাজারে স্বস্তি

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫ । ১৫:০৮ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ । ১৫:০৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বৃষ্টির কারণে দীর্ঘ প্রায় চার মাস ধরে উর্ধ্বগতিতে চলা সবজির দাম শেষ ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা রাজধানীর সবজির বাজারে স্বস্তির সঞ্চার করছে।
আজকের বাজারে পেঁপের দাম সবচেয়ে কম, প্রতি কেজি ৩০ টাকা। এর মধ্যে আলু প্রতি কেজি ৩০ টাকা, পটল ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, শালগম ১০০ টাকা এবং টমেটো ১২০ টাকা। এছাড়া কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১৬০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, শসা ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
মগবাজার কাঁচাবাজারে বাজার করা বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা জানান, বিগত কয়েক মাসে সবজির দাম অনেক বেশি ছিল। যদিও গত সপ্তাহে দাম কিছুটা কমে ছিল, কিন্তু বৃষ্টির কারণে আবার কিছু সবজি ক্ষতিগ্রস্ত হয়ে দাম সামান্য বেড়েছে।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, “গত চার মাস ধরে সবজির দাম অনেক উর্ধ্বমুখী ছিল। শীত আসার সঙ্গে সঙ্গে বাজারে প্রচুর পরিমাণ সবজি সরবরাহ হবে, ফলে দাম অনেকটা কমে যাবে।”
শীতকালে সবজি সরবরাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজধানীর বাজারে সবজির দামের স্থিতিশীলতা আশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!