শ্রীমঙ্গল থানা পরিদর্শনে সিলেট রেঞ্জ..
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫ । ১০:২৪ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ । ১০:২৪
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফেকুর রহমান শ্রীমঙ্গল থানা দ্বিবার্ষিক পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম।
পরে অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং থানা ভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এরপর ডিআইজি মো. মুশফেকুর রহমান থানার বিভিন্ন রেজিস্টার, হাজতখানা, ব্যারাক ও পুলিশ মেস পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, সততা ও দক্ষতা প্রদর্শনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ মো. রফিকুল ইসলাম খানসহ জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.