সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান : নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪ জনের, হাসপাতালে ভর্তি ৯২০ অবৈধ ব্যানার–পোস্টার অপসারণে ডিএনসিসির ৭ দিনের আলটিমেটাম ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ট্রাইব্যুনাল চত্বরে সেনা–বিজিবির নজরদারি জোরদার শ্রীমঙ্গলে জনতা ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত গণভোটের ব্যালটে কী ধরনের প্রশ্ন থাকবে, চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, জরুরি সভায়..

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৫ । ১৫:২৫ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ । ১৫:২৫

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ হবে।

সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ এবং তার বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানানো হয়, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি করার চেষ্টা চালিয়েছেন।

একই সঙ্গে আলোচিত হয়েছে, জুলাই সনদে কিছু সংস্কারের বিষয়ে এখনও ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোটের সময় ও বিষয়বস্তু নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়গুলো দ্রুত এবং চূড়ান্তভাবে সমাধান করা প্রয়োজন।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকেও তাদের মধ্যে আলাপ-আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়েছে, যাতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের উত্তেজনার সুযোগ না দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উপসংহারে, সভায় নিশ্চিত করা হয়েছে যে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সকল সংশ্লিষ্ট পক্ষকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!