সঠিক ব্যক্তিদের দিয়ে বিমা খাত..

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ । ১৮:০৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ । ১৮:০৪

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সঠিক ব্যক্তিদের দিয়ে বিমা খাত পরিচালনা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আইইডিবি ভবনে ‘বিমা শিল্পে তরুণদের কর্মসংস্থান: একচ্যুয়ারি পেশার বিকাশ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, ‘অদক্ষ কর্মীদের কারণে বিমা শিল্পে উন্নয়ন সম্ভব হচ্ছে না। এতে এই খাত চরম হুমকির মধ্যে পড়েছে।’

এছাড়া এই খাতে তরুণদের অংশগ্রহণ কমে যাওয়ায় তাদের আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথাও জানান আসলাম আলম।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!