লন্ডনে বইমেলায় গাইবেন সাবিনা ইয়াসমিন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ । ১৭:৫৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ । ১৭:৫৫

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেনুতে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য ১৬তম লন্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব। এতে সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এর প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা ভাইকে।

সেইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবের সঙ্গে সম্পৃক্ত থাকা সকলকে।

এর আগেও আমি লন্ডনে শো করতে এসেছি। তবে এবারের বিষয়টা ব্যতিক্রম। আশা করছি সবার সঙ্গে আজ দেখা হবে, কথা হবে, গানে গানে গল্প আড্ডা হবে। সবাইকে আজকের আয়োজনে আসার নিমন্ত্রণ রইল।

সাবিনা ইয়াসমিন জানান, আগামী ২৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

লন্ডন থেকে গতকাল দুপুরে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে থাকা দেশের প্রখ্যাত তবলা শিল্পী চন্দন দত্ত জানান, যন্ত্রশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিনের সঙ্গে তিনি এবং মনোয়ার হোসেন টুটুল আছেন। থাকবেন লন্ডনের স্থানীয় মিউজিশিয়ানরাও।

চন্দন দত্ত জানান, এই আয়োজনে সাবিনা ইয়াসমিনের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!