খরচ কমছে ইন্টারনেট ও মোবাইল..
প্রকাশ: ৩ জুন ২০২৫ । ১৯:২৫ | আপডেট: ৩ জুন ২০২৫ । ১৯:২৫
আরএইচবি নিউজ ডেস্কঃ
ইন্টারনেট ও মোবাইল সেবায় খরচ কমছে। প্রস্তাবিত বাজেটে এসব খাতে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার ২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
জাতীয় বাজেট প্রস্তাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই প্রস্তাবনা পাস হলে ইন্টারনেটের দাম আরও কমবে। একই সঙ্গে মোবাইল সেবা—টকটাইম ও এসএমএসের খরচও কমবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.