সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান : নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪ জনের, হাসপাতালে ভর্তি ৯২০ অবৈধ ব্যানার–পোস্টার অপসারণে ডিএনসিসির ৭ দিনের আলটিমেটাম ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আশা স্বরাষ্ট্র উপদেষ্টার ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ট্রাইব্যুনাল চত্বরে সেনা–বিজিবির নজরদারি জোরদার শ্রীমঙ্গলে জনতা ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত গণভোটের ব্যালটে কী ধরনের প্রশ্ন থাকবে, চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রকাশ

সমুদ্র সৈকতে বড় অক্ষরে লেখা..

প্রকাশ: ৪ মে ২০২৩ । ২২:০৬ | আপডেট: ৪ মে ২০২৩ । ২২:০৭

আরএইচবি নিউজ ডেস্কঃ

থাইল্যান্ডের পাতায়া সমুদ্র সৈকতের আদলে বাংলাদেশের সৈকতগুলোতেও লেখা থাকবে জেলার নাম। প্রচারের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশিরা ছবি তুলবে এতে প্রসার ঘটবে বাংলাদেশের।

বুধবার (৩ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ও অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। ফুড ফেস্টিভ্যাল ‘মুজিব’স বাংলাদেশ টেস্ট অব বাংলাদেশ’ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে প্রস্তাবটি দেন আরটিভির সিনিয়র সাংবাদিক জুলহাস কবির।

এ বিষয়ে সিইও জাবের বলেন, ইতোমধ্যে কক্সবাজার ও সেন্ট মার্টিন সৈকতের পাশে বড় অক্ষরে ‘কক্সবাজার’ ও ‘সেন্ট মার্টিন’ লেখার ডিজাইন তৈরি করা হয়েছে। সেই ডিজাইন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে (ডিসি) দেওয়া হয়েছে। সেখান থেকে সব ধরনের অনুমতি পেলে এগুলো বসানোর কাজে হাত দেওয়া হবে। আশা করছি ২/৩ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। পর্যায়ক্রমে কুয়াকাটাসহ সব জায়গায় এ পরিকল্পনা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা ট্যুরিজম মাস্টার প্ল্যান করছি। আগামী অর্থবছরে পাঁচটি প্ল্যান বাস্তবায়নেরও পরিকল্পনা করেছি। এসব বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসতে হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!