
বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদীতে গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে যাত্রীবাহী এসি বাসটি সম্পূর্ন পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে গ্রিন লাইন পরিবহনের ঢাকা মোট্রো ব ১৫-৯৯৫১ নম্বরের যাত্রীবাহী এসি বাসটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে।
ঘটনার প্রত্যক্ষদর্শী গৌরনদীর কটকস্থল এলাকার এলাহী পেট্রল পাম্পের সামনের চায়ের দোকানদার মোঃ সাদ্দাম হোসেন মাঝি বলেন, রাত সোয়া ১২টার দিকে বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় আমার দোকানের সামনে দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। আমি তখন আমার দোকানের সামনে দাড়িয়ে ছিলাম। আমার হাতে একটি টর্স লাইট ছিল। এ সময় চলন্ত এসি বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে আমি ও পেট্রল পাম্পে থাকা লোকজন মিলে ডাক চিৎকার দেই। একই সাথে আমার হাতের টর্স লাইটটি জ্বালিয়ে চলন্ত বাসটির লুকিং গ্লাসের ওপর টর্সের আলো ফেলি। বাসটির চালক তখন বাসটিকে থামিয়ে আগুন দেখতে পেয়ে দ্রুত যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে আনেন। ইতোমধ্যে বাসের ইঞ্জিনে লাগা আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকে বাসটি।
গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব ষ্টেশন অফিসার মোঃ আকতার উদ্দিন জানান, বাসে অগ্নিকান্ডের খবর পেয়ে তার নেতৃত্বে গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্তনে আনে। ততক্ষনে বাসটি পুরোপুরি পুড়ে যায়। অগ্নিকান্ডের সময় বাসটির ভেতরে মাত্র ১৭ জন যাত্রী ছিলেন। বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন লাগায় যাত্রীরা সামনের দরজা দিয়ে দ্রুত নেমে পড়েন। ফলে যাত্রীদের কেউ হতাহত হয়নি।
বাসটির ইঞ্জিন বা এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ড ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা প্রত্যক্ষ দর্শীদের সাথে কথা বলেছি। বিস্ফোরনের কোন শব্দ কেউ পায়নি। এ ছাড়া আগুন নেভাতে গিয়েও আমরা এমন কোনো আলামত সেখানে পাইনি।
তিনি আরও বলেন, আমরা ধারনা করছি বাসটির ইঞ্জিনের কোন ত্রুটির কারনে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
গৌরনদী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো.বিপুল হোসেন বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পৌছার পড়ে আমরা দ্রুত বাসটির আগুন নেভাতে সক্ষম হয়েছি। ইঞ্জিনে আগুন লাগার পর যাত্রীরা নিরাপদে বাস থেকে নামতে পেরেছে। বাসটির ইঞ্জিন বা এসিতে কোন প্রকার বিষ্ফোরন ঘটেনি। চলন্ত বাসটির ইঞ্জিনে আগুন কিভাবে লাগলো সেটা তদন্ত না করে বলা সম্ভব নয়। তবে এটি নাশকতার কোন ঘটনা নয়। ইঞ্জিন বা এসির কোন ত্রুটির কারনেই অগ্নিকান্ডটি ঘটেছে বলে ধারনা করছি।
মন্তব্য করুন