
যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রথমেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চেয়ারম্যান ও অন্যান্যরা। বেলা ১১টায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।
এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন, গৌরনদী হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. বিপুল হোসেনর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন।
গৌরনদী রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এর পরে বেলা ১২টায় গৌরনদী বাসষ্ট্যান্ড দলিয় কার্যালয়ের সামনে থেকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। এছারাও বাদ জোহর দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল শেষে বেলা ২টায় উপজেলা আওয়ামী লীগ পৌর ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রায় ১০হাজার মানুষের উপস্থিতিতে গনোভোঁজের আয়োজন করা হয়।
মন্তব্য করুন