জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন একই মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

এর আগে সকাল ৬টার আগে থেকেই জাতীয় মসজিদে ঈদের জামাত আদায়ে ভিড় করতে থাকেন মুসল্লিরা। সকাল সা‌ড়ে ৬টায় মস‌জি‌দের ভিত‌রে মুসল্লি কানায় কানায় ভ‌রে যায়।

এই জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই পুলিশ তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়।