
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে পানিতলা হাট সংলগ্ন ব্রীজ থেকে খালে গোসলের জন্য ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে শিহাব(২১) নামের এক যুবক। সে শহরগছি আদর্শ কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।নিখোঁজ শিহাব রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে শিহাব এবং তার চার বন্ধু মিলে পানিতলা খালে গোসল করতে যায়। সেখানে পানিতলা ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফ দিলে অন্য চার বন্ধু ভেসে উঠে কিন্তু পারলেও শিহাব ভেসে না উঠলে তার বন্ধুরা অনেক খোঁজা খুঁজি করে। শিহাবকে না খুঁজে পেয়ে বিষয়টি গ্রাম বাসীকে জানায়। গ্রামবাসীরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটরস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ শিহাবের স্বজনরা ও স্থানীয় মানুষ এ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাতটা) নিখোঁজ শিহাবকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে পানির গভীরতা অনেক বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে। ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ হওয়া শিহাবকে উদ্ধারের কাজে নেমে পরে উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন