
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।
এর আগে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই শনিবার সারা দেশে ঈদ উদযাপিত হবে।
এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ১৫টি দেশসহ বিভিন্ন দেশে শুক্রবার ঈদুল ফিতর পালিত হচ্ছে।
বাকি দেশগুলোতে শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার অনুষ্ঠিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ এই উৎসব। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, জামালপুর, শেরপুর, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্নস্থানে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
মন্তব্য করুন