
বরিশালের গৌরনদীতে ১হাজার ১’শ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি দেশীয় তৈরি পাইবগান ও ৫০ হাজার টাকার জাল নোট সহ মাদক সম্রাট দুলাল প্যাদাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত দুলাল প্যাদা পার্শবর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের মৃত হাফেজ প্যাদার পুত্র।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়দুর কবির জানান, গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে গৌরনদী বন্দরে জনৈক রশিদ মাস্টারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ভাড়াটিয়া দুলাল প্যাদা আটকের পর ব্যাপক জিজ্ঞাসাদের পর তার স্বীকারোক্তি মতে ১১’শ পিচ ইয়াবা ট্যাবলেট, ২টি দেশীয় তৈরি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, দুলাল প্যাদার বিরুদ্ধে গৌরনদী ও কালকিনি সহ বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। সে এলাকায় চিহিৃত মাদক সম্রাট।
এ ব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে গৌরনদী মডেল মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দু’টি থানায় মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন