
কলাপাড়ায় আরপিসিএল ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় শ্রমিকদের হামলায় নিরপত্তা কর্মী সহ অন্তত ২০ জন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ভাংচুর করা হয়েছে করা হয়েছে অফিসসহ একাধিক যানবাহন এবং চায়না শ্রমিকদের হামলায় বহু শ্রমিক আহত হয়েছে।

আহতদের মধ্যে শ্রমিক ওবায়দুল, শাহীন মোল্লা, নিরপত্তা গার্ড রাকিবুল ও জিদানকে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুপুরে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতন ভাতা নিয়ে সকালে দফায় দফায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বাঁধা দিলে শ্রকিমকরা তাদের উপর হামলা চালায় এবং চায়নাদের অফিস ভংচুর করে। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ২০ শ্রমিক ও নিরাপত্তা সদস্য আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনার পর থেকে বাঙালি বিদ্রোহী শ্রমিকদের প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ কেন্দ্রের বাইরে বের করে দেওয়া হয়েছে। এখনো পরিস্থিতির থমথমে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরপিসিএলের বিদ্যুৎ কেন্দ্রের পি ডি ইঞ্জিনিয়ার মো. তৌফিক ইসলাম জানান, তুচ্ছ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের কঠোর নিরাপত্তায় এখন পরিস্থিতি শান্ত রয়েছে এবং তারা শ্রমিকদের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। শ্রমিকদের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সমঝোতার আলোচনা চলছে।
মন্তব্য করুন