বরগুনার বামনায় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোধয়ের সাথে সাথে শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনেণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বামনা উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো: পলাশ আহমেদ ও থানার অফিসার ইনচার্জ মো : আবদুল্লাহ আল মামুন জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বামনাবাসির উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য দেন। সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে প্যারেড গ্যাউন্ডে বামনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজ দেখান। এসময় উপস্থিত ছিলেন খন্ডকালীন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হোসাইন আল সেলিম, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, জামায়াত ইসলামি আমীর মাওলানা সাইদুর রহমান, ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ্ব আবদুস সোবহান খান,উপজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব, স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান, কৃষি অফিসার ফারজানা তাসমিন, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো: হাবিবুর রহমান,বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া , সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লাসহ সরকারী বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বামনা উপজেলা প্রশাসন।
মন্তব্য করুন