
বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার বার্ষিক কমিটিতে সভাপতি পদে সুমন রায় ও সাধারণ সম্পাদক পদে রিয়াজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে আহসান হাবীব সুজন নির্বাচিত হয়েছেন।
রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগ এর সম্মেলন অনুষ্ঠিতর তিন মাস ১২ দিন পরে গতকাল ২ জুলাই ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন। কমিটিতে সহ-সভাপতি পদে জায়গায় পেয়েছেন ১১ জন্য, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫জন ও সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন একজন। জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর গত ২২ শে মার্চ বুধবার জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজারহাট উপজেলা শাখার বার্ষিক সম্মেলন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ প্রাঙ্গনে বিকাল ৩ ঘটিকসয় অনুষ্ঠিত হয়েছিলো।
সম্মেলনে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলেও দ্বিতীয় অধিবেশনে রাজারহাট উপজেলা শাখা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়নি। সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগ কমিটিতে সহ-সভাপতি পদে মিল্টন সরকার, মশিউর রহমান, মেজবাউল ইসলাম বাধন,রুবেল আহমেদ,উৎস চন্দ্র সরকার, শুভ্র রায়,মিঠুন চন্দ্র রায়,ধীমান রায়,শামীম সরকার, শান্ত রায়,হাফিজুর রহমান।যুগ্ন সাধারণ সম্পাদক পদে ফজলে রহমান রাব্বি, জান্নাতুল নাইম রাজু,সৌরভ রায়,রিফাত বাবু, লিটন মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ নবনির্বাচিত কমিটির সভাপতি সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমি বলবো ছাত্রনেতারা জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা তা পালন করবে এবং উপজেলা আওয়ামী লীগ কর্মসূচীতে অংশগ্রহণ করবে। কোন ভাই লীগ, ভাতিজা লীগ অমুকলীগ না করে প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি করবে।এবং ছাত্রলীগের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের সবসময় সঙ্গে চলবে বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন