শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে বহুল প্রত্যাশিত ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন।

ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে তিনি বলেন, “গ্রন্থাগার ও সাংস্কৃতিক মিলনায়তন একটি শহরের জ্ঞানচর্চা, সভ্যতা ও সংস্কৃতির প্রতীক। শ্রীমঙ্গলে এমন একটি স্থাপনা তরুণ প্রজন্মকে বইমুখী ও সংস্কৃতিমনা হতে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা যায়, শহরের কলেজ রোডে পৌরসভার নিজস্ব অর্থায়নে আধুনিক এই মিলনায়তন কাম গ্রন্থাগার নির্মাণ করা হচ্ছে। এখানে থাকবে পাঠক উপযোগী পাঠাগার কক্ষ, আধুনিক অডিটোরিয়াম, সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপযোগী মিলনমেলা স্থান। এর মাধ্যমে শহরের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

পৌর কর্তৃপক্ষ জানান, নির্মাণকাজ সম্পন্ন হলে এটি শুধুমাত্র পৌরবাসীর সাংস্কৃতিক চর্চার কেন্দ্রই হবে না, বরং তরুণদের জ্ঞানচর্চা ও সমাজ উন্নয়নে বড় ভূমিকা রাখবে।