শ্রীমঙ্গল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে স্কুল ও ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে এক টাউনহল সভা শ্রীমঙ্গল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন এমসিডা’র সভাপতি মিজানুর রহমান আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদ, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ।
সভায় বক্তব্য রাখেন কালীঘাট ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় নায়েক, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, এমসিডা’র এডমিন অফিসার শিরিন বেগম, এবং মনিটরিং অফিসার রিপন মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট প্রদর্শন, আলোচনার সুযোগ ও তথ্যপ্রকাশের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
সভায় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি মিলিয়ে প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সবাই বাজেট প্রণয়ন, অনুমোদন, প্রকাশ এবং বাস্তবায়নের ধাপসমূহ সম্পর্কে ধারণা পান। এমসিডা কর্মকর্তারা বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রসারিত করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়ে।
মন্তব্য করুন