সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্মশান দীপাবলি অনুষ্ঠিত। পরিবারের মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় মহাশ্মশানে সমাধিস্থলের সামনে ধুপ দ্বীপ প্রজ্জালন করে নানাবিধ আচার অনুষ্ঠান পালন করেন সনাতনীরা।
এর প্রস্তুতি হিসেবে পটুয়াখালী মহাশ্মশানে পরিবারের মৃত সদস্যদের সমাধিস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজ সজ্জার কাজ করা হয়ছে জোরেশোরে। সনাতনীদের বিশ্বাস শ্মশান দ্বীপাবলীর দিনে ধুপদ্বীপ প্রজ্জালন ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হলে পরিবারের মৃত ব্যক্তির আত্মা মুক্ত হয়। তাই এই দিনে মহাশ্মশানে উপস্থিত হয়ে মৃত ব্যক্তিদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
পটুয়াখালী মহাশ্মশানে হাজারো মানুষের ঢল রয়েছে, চলছে বিভিন্ন আচার অনুষ্ঠান ও ভক্তি শ্রদ্ধা সহকারে মোমবাতি প্রজ্জ্বলন, ধুপ ধুনা, ভক্তি শ্রদ্ধা পূজা অর্চনা এবং ধর্মীয় অনুষ্ঠান। রাতে রয়েছে প্রসাদ বিতরণ। আগামীকাল কালীপূজো অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন