‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসুচির মধ্য দিয়ে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আজ দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. ইয়াকুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোলায়মান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সচেতনতা ও প্রস্তুতিই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে।

পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস অগ্নি-নির্বাপক মহড়া প্রদর্শন করে এবং অগ্নি-নির্বাপনের বিভিন্ন কলা-কৌশল দেখানো হয়।